মিলন ঘটানোর উকিল যিনি
একদা এক বৃষ্টির রাত এসেছিল পৃথিবীতে। রাতে বৃষ্টি এলেই একজন বাঙালি আসেন ঘরে। মন গুনগুন করে উঠলে তার উপস্থিতি টের পাওয়া যায়। তিনি বৃষ্টিকে দীর্ঘায়িত করতে পারেন। তিনি ঘরে এলে দাম্পত্যকলহ জল হয়ে যায়। বৃষ্টির দিকে তাকিয়ে আমরা মৃত্যুর কথা ভাবি। তিনি তাতে যোগ দেন না। তিনি বৃষ্টিকে আরও মধুময় করে দেন।
একদা এক বৃষ্টির রাত এসেছিল পৃথিবীতে। রাতে বৃষ্টি এলেই একজন বাঙালি আসেন ঘরে। মন গুনগুন করে উঠলে তার উপস্থিতি টের পাওয়া যায়। তিনি বৃষ্টিকে দীর্ঘায়িত করতে পারেন। তিনি ঘরে এলে দাম্পত্যকলহ জল হয়ে যায়। বৃষ্টির দিকে তাকিয়ে আমরা মৃত্যুর কথা ভাবি। তিনি তাতে যোগ দেন না। তিনি বৃষ্টিকে আরও মধুময় করে দেন।
তাই কলহ হলে আমরা বৃষ্টির কথা ভাবি। আমদের ভাবনা তার গুনগুন হয়ে ফিরে আসে। তার প্রতিটি গান তাই আমাদের বৃষ্টি বোঝার আভিধান। তিনিই আবার আগামী কলহে শিউলি হয়ে আসবেন। ফুল নয়, তার ঘ্রাণ হয়ে তিনি আমাদের ঘরের আশেপাশে থাকবেন। তার কারণে আমাদের দরোজা থেকে ফিরে যায় বিচ্ছেদ।
তাকে আমরা তাই মিলন ঘটানোর উকিল মনে করি। তার নাম এখানে নিলে অনেকেই রাগ করবেন। কিন্তু সে নাম খানি বার বার আমাদের বিচ্ছেদের আকাশ থেকে টেনে মিলনের ভূঁয়ে নামিয়ে আনে।
আমরা দুটি বিচ্ছিন্ন লোক সারাজীবন তার কারণে বন্ধু হয়ে কাটিয়ে দিতে পারছি। তার নামটি বলার জন্য কোনও প্রাইজ নেই
বাহ্!
উত্তরমুছুন