অত ডাকি, সারারাত হরবোলা আমি, সাড়া নেই তোমার।
ডাক শুনে কাছে আসে গাছেদের বালক,
বলে যায় পক্ষীরানি তুমি, শব্দের পরী হও রাতের বেলা।
সারারাত তবু ডাকি
তুমি শুধু স্বপ্নের নীরবতা।
নাকি পাখিদের পাড়াতেও লেগে গেছে প্লেগ
নাকি রাত্রি মানে আমার'ই শব্দ টানার চুম্বক?
তোমাকে নিজের কণ্ঠ নকল করে ডাকি, শিশুদের ছবি ছুঁয়ে ডাকি,
একবার আসো বুকের ঘুঘু হাতে নিয়ে, অথবা, নিজেই হয়ে যাও তা।
তুমি খালি স্নানে স্নানে যাও, প্রতি ডুবে রূপ পাল্টে হয়ে যাও অন্য।
কেন তবে পাখি হলাম, তবে পশু হলাম শব্দ নিয়ে
যদি দিঘিদের কাছেই ছিল আরাধ্য মহামারী।
এবার এক না-শোনা শব্দ করি চোরা মেঘের প্রমাণ
তোমাদের দিঘিদের খরা নেই যদি, শুকনো বর্ষা হয়ে আসো।
ডাক শুনে কাছে আসে গাছেদের বালক,
বলে যায় পক্ষীরানি তুমি, শব্দের পরী হও রাতের বেলা।
সারারাত তবু ডাকি
তুমি শুধু স্বপ্নের নীরবতা।
নাকি পাখিদের পাড়াতেও লেগে গেছে প্লেগ
নাকি রাত্রি মানে আমার'ই শব্দ টানার চুম্বক?
তোমাকে নিজের কণ্ঠ নকল করে ডাকি, শিশুদের ছবি ছুঁয়ে ডাকি,
একবার আসো বুকের ঘুঘু হাতে নিয়ে, অথবা, নিজেই হয়ে যাও তা।
তুমি খালি স্নানে স্নানে যাও, প্রতি ডুবে রূপ পাল্টে হয়ে যাও অন্য।
কেন তবে পাখি হলাম, তবে পশু হলাম শব্দ নিয়ে
যদি দিঘিদের কাছেই ছিল আরাধ্য মহামারী।
এবার এক না-শোনা শব্দ করি চোরা মেঘের প্রমাণ
তোমাদের দিঘিদের খরা নেই যদি, শুকনো বর্ষা হয়ে আসো।
![]() |
কাব্যগ্রন্থঃ অবন্দিত অংশ।। প্রকাশকালঃ১৯৯৬।। প্রকাশক বাংলাকবিতা।। প্রচ্ছদঃসুভদ্রা সিংহ।। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন