সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১১

সেইসব কবিতা/৪

পরচুলা


এলে তো এমন সাজে, যেন আমার শরীরে রোগ নেই কোনও,
জান না এ ঘর জীবানুপ্রধান, আঁধারের মহাগহ্বর।
এই রাত্রিজাগা, শৃঙ্গবেদনা, হৃদয়বাহিত প্রাচীন রেবিস,
জলহীন গ্রামে গ্রামে মনে মনে ঘোরা।
ফেরাপথে কোনোমতে ফিরি, তাপের সন্ন্যাসে
কালো মেয়েটির যে ক্লাস নাইন ভাসে,
উদাস জানালা আমাকে দেখিয়ে দেয় যদি?
তুমি তো বাতাসে জন্মে বাতাসে মিলিয়ে যাও
ইচ্ছেমতন বেশে, দেখ না মানুষের কলতলা 
চেটে দেয় একাকী কুকুর।


আমি যাব কোথায়


পথ নেই পথে, কার যেন পরচুলা পড়ে আছে শুধু

1 টি মন্তব্য: