সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

সেইসব কবিতা

উপসর্গ


শুনেছি জ্যোৎস্নারাতে
একটি গোপন নৌকো ঘাটে ঘাটে ঘোরে


বহুকাল এই গ্রামে থেকে আমি দেখিনি
শুধু শুধু নদীর নামে রটিয়েছি অপবাদ


আজ মনে হয় সব ঘাটই রাতে রাতে
মিশে যায় জলে
নদী আর নৌকোতে চলে অভিমান
অবন্দিত অংশ
১৯৯৬

২টি মন্তব্য:

  1. কবিতাটা অনেক সুন্দর।
    অনেক..........! অনেক.....! অনেক..! ভাল লাগল । এই রকম অসাধারন একটা পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ। আসা করি এই রকম পোস্ট আরও পাব। সময় থাকলে আমার list of online shopping sites সাইটে ঘুরে আস্তে পারেন।

    উত্তরমুছুন