
যা-কিছু করেছি, করব বলে করিনি। হয়ে গিয়েছে। তাই সবই আসলে নিম্নমেধার গর্দভগিরি। তথাপি, করেছি তো আমিই। গাধা যে ঘাটে গিয়েছিল, অনেক নোংরা কাপড়চোপড় নিয়ে, সে তো সত্য। ধোপার অপারগতার ভারও তো সে-ই বহন করেছে। আমিও করছি। আমিই সেই ধোপা, আবার আমিই তার গাধা। গর্দভ। যেখানে আছি, সেটা মাঝেমাঝে হয়ে ওঠে ঘাট, মাঝে মাঝে ঘর হয়ে যায়।
সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১
সেইসব কবিতা
Labels:
কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
----- অপূর্ব।
উত্তরমুছুনকবিতাটা অনেক সুন্দর।
উত্তরমুছুনঅনেক..........! অনেক.....! অনেক..! ভাল লাগল । এই রকম অসাধারন একটা পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ। আসা করি এই রকম পোস্ট আরও পাব। সময় থাকলে আমার list of online shopping sites সাইটে ঘুরে আস্তে পারেন।