শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫

কৃষ্ণপৌষ

এক.
স্বরচিত সংগীতের উপর শুয়ে আছেন কৃষ্ণসুষমা,
শিয়র হতে রচিত নিসর্গ
পদপ্রান্তে এসে মিলিয়ে যাচ্ছে।

আমি তাঁর পুত্র, পরিত্যক্ত নিঃশ্বাস,
দূরে দাঁড়িয়ে একা একা দেখছি
দূরাগত শিবারবে কেঁপে উঠছে তিলক্ষেত,
মাটির তৈজস নিয়ে ছুটে আসছে
কয়েকজন দেহাতীত মানুষ।

আজ এই শুক্লা দশমীতে

বীতস্রোতা নদীটিকে কানে কানে বলি
এ শরীর কিছু নয়, ফেলে যাওয়া পলি

ফোটামাটিঃ প্রথম সংখ্যা, ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন