রবিবার, ৬ মে, ২০১২

খতিজা বুয়ার দেশত্যাগ


খতিজা বুয়ার দেশত্যাগ -

৭টি মন্তব্য:

  1. পিডিএফ তুললেন কেন, সরাসরি লিখতে পারতেন। সাজাতেও! কাল পড়ব। এখন ছড়িয়ে দিলাম।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার সময় ময় পড়বেন।

      মুছুন
    2. এক টানে পড়লাম। গ্রামীন সমাজ বাস্তবতার চমৎকার ঠাস বুননের গল্প।...কিন্তু গল্পের শেষাংশের চমকটুকু নিস্প্রোয়জন বলে মনে হয়েছে। খুব সম্ভব এটিই গল্পটির সবচেয়ে দুর্বল দিক। এছাড়া খাতিজা বুয়া=খাদিজা বিবি হলেই ভালো হতো।...
      এরপরেও এই লেখাটি অনেকদিন আমাকে ভাবাবে। ধন্যবাদ।

      মুছুন
    3. অনেক ধন্যবাদ। পাঠের জন্য। হয়তো আপনার কথা ঠিক। সেভাবে দেখিনি বিষয়টা। শেষ নিয়ে আমারো একটু ধন্ধ ছিল, এটা সত্য। ভালো থাকবেন। এখানে আরো গল্প আছে। আপনার মন্তব্য আহবান করছি।

      মুছুন
  2. পড়লাম! দারুণ লাগল বললে কম বলা হয়। অনেক খেটেখুটে লিখেছেন বলে মনে হলো। টেনে ধরেছিল আমাকেও জিনে! ভেবেছিলাম মাজু বিবিকেই ঠেলে দেয়া হবে শেষে, আপনি আশ্চর্য এক জিজ্ঞাসার সামনে এনে দাঁড় করালেন। গল্পটা কোথাও ছাপা হয়েছিল? একে ঈশানের পুঞ্জমেঘেও তুলে রাখুন না। আপনার ব্লগের মতো, একই রকম সাইন ইন করে তুলতে পারবেন। আমি বরং ছবি ছাপা দিয়ে আরেকটুস আজিয়ে দেব। ব্লগে লিখুন আরো। ফেসবুকের পোষ্ট হারিয়ে যায়। যাই ফেসবুকে দেবেন ,তাই এখানে রাখুন। সঙ্গে ঈশানে যাতে, আমাদের মেধাকে একত্রে তুলে ধরা যায় বিশ্বের সামনে!

    উত্তরমুছুন
  3. আপনার গল্পগুলো অসাধারণ লাগে।

    উত্তরমুছুন