ভাল রাখনি ভয়
ভাল রাখনি ভয়। একটি সর্ট ফিল্ম। রাইকিশোরী গাঙ্গুলী তার প্রযোজক ও পরিচালক। ভাবনাসূত্রটি আমার। রাই আমার ছাত্রী। পরে চলচ্চিত্র নিয়ে পড়াশুনা করে। এটি তার প্রথম ছবি। একেবারে কোনও সুবিধাই নেই ত্রিপুরতে ছবি তৈরি করার। কোনও থিয়েটারও নেই এখানে। কোনোরকম যান্ত্রিক সুবিধা বা লোকজনও নেই। একান্ত ভালবেসে পরীক্ষামূলকভাবে সে এটি বানায়। সে বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেটি সর্ট ফিল্ম ক্যাটাগরিতে দেখানোও হয়েছিল। রাই এখন বিয়ে করে বম্বে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন