শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫

ধ্যান

সামান্য আলোর টুংটাং।
বাকিটা মহাশূন্যের নীরবতা।
এখন চোখের সঙ্গে চোখের
এখন মনের সঙ্গে মনের
জাদুতর্ক।

একটি আলোকবিন্দু
অপরকে ধাওয়া করে।
অতিশয় রহস্যময়
তাদের গন্তব্য।


তোমার বিভিন্ন আসন থরে থরে সাজানো।
হা করে আছে এক বিশাল অজগর,
এই গহ্বর ছাড়া বাকিটা অনন্তে ছড়ানো
স্পাইনাল কর্ড।

সাপের তালুতে এক প্রাচীন হীরক,
তার থেকে ছিটকে আসছে আলোর শুক্রাণু
তার থেকে ছিটকে আসছে আলোর ডিম্বাণু।


তোমার হাসির শব্দে সব ছন্নছাড়া।
চোখ মেললে দেখা যায় ধূপের বদলে
জ্বলছে আরও তীব্র তরুক্ষীর।
তোমাকে হাসিল করতে একটু একটু
বেড়ে যাচ্ছে ধোঁয়াদের ভিড়।

(অবন্দিত অংশঃ ১৯৯৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন